Horror Stories : মুক্তি পেল হরোর স্টোরিস
সিনেমা হল খুলে গেছে। আর হল খোলার পরেই প্রথম যে বাংলা সিনেমা মুক্তি পেল সেটা হরোর স্টোরিস। অ্যাক্রোপলিস মলে এই ছবির প্রিমিয়ারও হয়ে গেল। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে অন্যান্য কলাকুশলীরা। এছাড়া এই বিশেষ দিনে হাজির হয়েছিলেন টলিউডের পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা। প্রিমিয়ারে হাজির হয়ে যান পরিচিত ইউটিউবার স্যান্ডি সাহা।আরও পড়ুনঃ ৭৫ তম স্বাধীনতা দিবসকে বিশেষভাবে স্মরণ করতে নতুন উদ্যোগপরিচালক এই ছবি নিয়ে কতটা এক্সাইটেড সেটা জনতার কথাকে রিলিজ হওয়ার আগেই জানিয়েছিলেন। বলেছিলেন,হরোর স্টোরিস রিলিজ নিয়ে আমি খুবই এক্সাইটেড। সকাল থেকে শো রয়েছে। এতদিন দিন লকডাউনের পর ছবি খুলছে, হল খুলছে, আমাদের সিনেমা প্রথম রিলিজ। তাই টেনশনও হচ্ছে। আমার মনে হয় মানুষ দেখবে বাংলা ছবি। সিনেমা তো হলে দেখতেই ভালো লাগে। সেই এক্সাইটমেন্ট ছবি মুক্তির পরেও পাওয়া গেল। হরোর স্টোরিসের একটা পোস্টারের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা,দারুণ অনুভূতি।আরও পড়ুনঃ ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ হাইতিমুক্তির পর এখনও পর্যন্ত এই ছবি দর্শকদের থেকে ভালো ফিডব্যাকই পেয়েছে বলে জানা গেছে। আগামী দিনগুলোতে আরও বেশি মানুষ হরোর স্টোরিসের ভৌতিকতার স্বাদ নিতে আসবে বলে আশাবাদী ইউনিটের সকলেই।